গুডবাই বিবিসি বাংলা

দেশ রূপান্তর আন্দালিব রাশদী প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ১৫:১৯

রবীন্দ্রনাথের চেয়েও এক বছর বেশি আয়ু পেয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টারের বাংলা বিভাগ। ৩১ ডিসেম্বর ২০২২ বাংলাভাষায় সর্বশেষ সম্প্রচার করে আবার আগামীকাল ফিরে আসার প্রতিশ্রুতি না দিয়ে চিরদিনের মতো ইথারে মিলিয়ে গেল বিবিসি বাংলা।


১৯৭১। বিবিসি লন্ডন, এখন শুনবেন বিশ্ব-সংবাদ : বিবিসির সিরাজুর রহমান কিংবা শ্যামল লোধের কণ্ঠ এখনো কানে বাজার কথা। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য গণমাধ্যম বিবিসি [ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন]।


প্রায় তিন দশক আগে একাধিকবার আমি বুশ হাউজে অবস্থিত বিবিসিতে গিয়েছি, বেজমেন্টের কাঁফেতে কফিতে চুমুক দিয়েছি, কখনো বিবিসি বাংলার জন্য একটি দুটি ভাষান্তরও করেছি। বাঙালির ১৯৭১ কেটেছে লড়াই করে এবং বিবিসিতে নিজেদের সাফল্যের সংবাদ শুনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও