কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভিডিও কনটেন্ট ও বাবুল আক্তারের মামলা

দেশ রূপান্তর রফিকুল বাহার প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৪

পৌনে সাত বছর আগে ২০১৬ সালের ৫ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যাত্রা শুরু হয়েছিল। অনেক বছরের পুরনো অনুদঘাটিত রহস্য উদঘাটন ও অমীমাংসিত মামলার আসামি গ্রেপ্তারে বেশ সফলতা পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পিবিআই। বর্তমানে এই সংস্থার প্রধান হলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার। রাজশাহী থেকে তড়িৎ, ইলেকট্রিক্যাল প্রকৌশল বিষয়ে পড়াশোনা করে তিনি এখন পুলিশ কর্মকর্তা। দীর্ঘদিন চট্টগ্রামে চাকরি করেছেন। পেশাগত জীবনে কোনো ধরনের বিতর্ক কিংবা সমালোচনায় জড়াননি তিনি।


পুলিশ সুপার বাবুল আক্তার তার স্ত্রী মিতু হত্যা মামলায় আসামি হিসেবে গ্রেপ্তারের পর পিবিআইয়ের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। এর প্রায় ১৪ মাস পর নির্যাতনের অভিযোগ তুলে বনজ কুমার মজুমদারসহ পিবিআইয়ের ৭ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে আবেদন জানায় বাবুল আক্তারের আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সোমবার এই বিষয়ে শুনানি করে সিদ্ধান্ত জানাবে। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা চলছে। চাকরিচ্যুত বাবুল আক্তার এখন স্ত্রী হত্যা মামলার আসামি হিসেবে ফেনী কারাগারে বন্দি। প্রশ্ন উঠছে, জিজ্ঞাসাবাদের এত মাস পর কেন এই আবেদন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও