কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এই হিংসাশ্রয়ী রাজনীতির শেষ কোথায়

কালের কণ্ঠ মো. জাকির হোসেন প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫১

বিশ্বের অনেক দেশের মতো বাংলদেশেও আওয়ামী লীগ ও বিএনপিকে কেন্দ্র করে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। ইতিহাস সাক্ষ্য দেয়, অনেক দেশেই দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিকব্যবস্থার গোড়াপত্তন ও এর প্রাতিষ্ঠানিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কিন্তু বাংলাদেশের দ্বিদলীয় ব্যবস্থা গণতন্ত্রের জন্য অভিশাপ না হলেও আশীর্বাদ হয়ে উঠতে পারেনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট বৈশ্বিক সংকটের কারণে দেশে দেশে মূল্যস্ফীতিসহ ভয়াবহ অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।


বেশির ভাগ দেশেই সরকার ও রাজনৈতিক দলগুলো একাট্টা হয়ে  এই সংকট মোকাবেলায় সম্মিলিতভাবে চেষ্টা চালাচ্ছে। আর বাংলাদেশে বিএনপির নেতৃত্বে কিছু রাজনৈতিক দল এই মহাসংকটকালে সরকার পতনের আন্দোলনে নেমেছে। অন্যদিকে দুই দলের রাজনৈতিক বিরোধের কারণে কিছু অভিবাসীকে দিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে সরকারের সমালোচনার নামে এমন আপত্তিকর কাজ করানো হচ্ছে, যা বাংলাদেশের ভাবমূর্তিকেও মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও