সংঘাত নয়, সংযত আচরণই কাম্য

কালের কণ্ঠ মমতাজউদ্দীন পাটোয়ারী প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৫১

বিশ্ব এখন এক টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে বিশ্ব চরম মন্দার দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে বৈরী আবহাওয়া ও জলবায়ুর প্রভাবে মানবসভ্যতা ভয়ানক এক হুমকির আশঙ্কা করছে। এই দুই সংকট থেকে পৃথিবীর কোনো দেশ ও জাতি এখন আর বোধ হয় মুক্ত নেই, আমরাও নেই। অর্থনীতিতে আমরা করোনা-পূর্ববর্তী ২০১৯ সাল পর্যন্ত উল্লম্ফনের এক বিস্ময়কর অগ্রগতিতে এগিয়ে যাচ্ছিলাম।


২০২০-২১ সালে বৈশ্বিক করোনা অতিমারির প্রভাব আমাদের কাবু করতে পারেনি। অনেক দেশই তখন ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছিল। সেই তুলনায় আমরা অর্থনৈতিক গতি ধরে রাখতে পেরেছিলাম। আমাদের কৃষি অর্থনীতি মানুষের খাদ্যের সংস্থান নিশ্চিত করেছিল। ফলে আমাদের জাতীয় আয় ও প্রবৃদ্ধি অন্য অনেক দেশের তুলনায় বিস্ময়করভাবে অগ্রগামী ছিল। বিশ্বের অনেক সংস্থাই বাংলাদেশের এই অর্জনকে বিশেষভাবে প্রশংসা করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও