বেপরোয়া ড্রাইভিং, ফিটনেসবিহীন গাড়ি এবং আমাদের সড়কযাত্রা

যুগান্তর ড. মুহাম্মদ ইসমাইল হোসেন প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০৮:৫৯

আমাদের দেশে যারা সড়কপথে চলাচল করেন, বলা চলে জীবনের ঝুঁকি নিয়েই তারা তা করে থাকেন। ইদানীং এ ঝুঁকির পরিমাণ আরও বেড়ে গেছে। দিন দিন সারা দেশে যেভাবে, যে হারে সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে তাতে ঘর থেকে বের হয়ে এক স্থান হতে অন্য স্থানে বা এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে হলে বিপদ যে নিত্যসঙ্গী তা বলাই বাহুল্য।


কারণ প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় দশ-বিশজন করে হতাহত হচ্ছেন। আর প্রতিটি ক্ষেত্রেই এসব হতাহতের জন্য বেপরোয়া ড্রাইভিং, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সহীন ড্রাইভার, ত্রুটিপূর্ণ রাস্তা, সড়কপথে আইনের শাসনের অনুপস্থিতি ইত্যাদি দায়ী। বিশেষ করে বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে দেশে শত শত মানুষের মৃত্যু ঘটাসহ হাজার হাজার মানুষ আহত হয়ে থাকেন। আমার নিজ জেলার এমপি রফিকুল ইসলাম বকুল যমুনা সেতুর পশ্চিম পারে বাস দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, অপর আরেকজন এমপি ওয়াজিউদ্দিন খানের মাইক্রোবাসের সঙ্গে একটি বাস এসে সংঘর্ষ ঘটালে সড়ক দুর্ঘটনায় তিনিও একটি পা হারিয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর ইন্তেকাল করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও