বাইডেনের সৌদি সফরকে যে কারণে স্বাগত জানাতে হবে

প্রথম আলো বারাক বারফি প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ০৯:০০

জো বাইডেনের সৌদি আরব সফর অল্পবিস্তরের চেয়েও একটু বেশি বিতর্ক সৃষ্টি করল। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার একেবারে শুরুতে নীতিগতভাবে সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বাইডেন প্রশাসন। কিন্তু এখন অনেকটাই সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে। স্বভাবতই বাইডেন প্রশাসনকে ক্রুদ্ধ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে এ অবস্থানের পরিবর্তনকে স্বাগত জানানোর অনেক ভালো কারণ রয়েছে।


২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে বাইডেন সৌদি আরবকে ‘জাতিচ্যুত’ বলে অভিহিত করেছিলেন। বাইডেন একসময় সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (যিনি এমবিএস নামে সুপরিচিত) কূটনৈতিকভাবে একঘরে করে রেখেছিলেন। গত বছর তাঁর প্রশাসন একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ২০১৮ সালে সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাসোগির নিষ্ঠুর হত্যার জন্য সালমানকে দায়ী করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও