You have reached your daily news limit

Please log in to continue


চীনের আগুয়ান নারীসমাজ ও একজন ‘সুপার উওম্যান’

চায়না মিডিয়া গ্রুপ, সংক্ষেপে সিএমজি। চীনের চারটি সরকারি গণমাধ্যম নিয়ে গঠিত এই গ্রুপ: চায়না রেডিও ইন্টারন্যাশনাল (সিআরআই), চায়না ন্যাশনাল রেডিও (সিএনআর), চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) ও চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)। আমি কাজ করি চায়না রেডিও ইন্টারন্যাশনালের বাংলা বিভাগে (বাংলাদেশের রেডিও-শ্রোতারা একে চেনে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই নামে)। আমাদের বিভাগে চীনা কর্মীর সংখ্যা ১৩। এদের মধ্যে মাত্র একজন পুরুষ। বাকি ১২ জনই নারী। বিভাগের পরিচালক ও উপ-পরিচালকও নারী।

বাংলা বিভাগের লাগোয়া হিন্দি বিভাগ। দুই বিভাগের মাঝে কোনো দেওয়াল নেই। আমরা ওদের দেখি, ওরা আমাদের দেখে; আমরা ওদের কথাবার্তা শুনি, ওরা আমাদের কথাবার্তা শোনে। হিন্দি বিভাগেও চীনা কর্মীর সংখ্যা ১৩। তাদের মধ্যে পুরুষ অবশ্য দুজন। বাকি ১১ জন নারী। হিন্দি বিভাগের পরিচালকের আসনটিও অলঙ্কৃত করে আছেন একজন নারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন