সিংহল দ্বীপে সুদিন ফিরুক

www.ajkerpatrika.com ড. মো. ফখরুল ইসলাম প্রকাশিত: ০৯ জুন ২০২২, ১০:২২

মধ্যম আয়ের দেশের দাবিদার প্রতিবেশী শ্রীলঙ্কার বিপর্যয় হঠাৎ করে চোখে পড়লেও এর শুরুটা কয়েক বছর আগে হয়েছিল। বৈদেশিক রিজার্ভের ঘাটতি, কৃষিতে ভর্তুকি তুলে নেওয়া, বাণিজ্য ঘাটতি, ঋণের টাকায় এয়ারপোর্ট ও সমুদ্রবন্দর তৈরির মতো মেগা প্রজেক্ট, সরকারি আমলাদের অতিতোষণ, দরিদ্র মানুষের প্রতি তেমন দৃষ্টি না দেওয়া এবং অভ্যন্তরীণ দুর্নীতি দেশটিকে জনরোষের দিকে ঠেলে দিয়েছে।



শ্রীলঙ্কা ১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর এত বড় অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক সংকটে পড়েনি দেশটি। অভ্যন্তরীণ বহু সমস্যা থাকলেও গত বছর থেকে ভয়াবহ বিদ্যুৎ-সংকট শুরু হলে জনরোষের কথা বহির্বিশ্বে প্রচারিত হতে থাকে। এরপর জরুরি ওষুধ, জ্বালানি ও খাদ্যসংকটে নিপতিত হয়ে পড়ে দেশটি।


বৈদেশিক রিজার্ভ কমতে কমতে পাঁচ কোটি ডলারে নেমে আসে। জরুরি পণ্য আমদানি বন্ধ হয়ে যায়। দেশটি নিজেকে দেউলিয়া ঘোষণা করে। শুরু হয় বিক্ষোভ ও সরকার পতনের আন্দোলন। সিংহল দ্বীপের এরূপ ভয়ংকর সহিংসতায় বিচলিত হয়ে উঠছে প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি এবং উদাহরণ সৃষ্টি হয়েছে বৈশ্বিক নানা সংকটের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও