‘আ. লীগের মধ্যে মতবিরোধ থাকবে না ভাবাদের স্বর্গে বা নরকে বাস করা উচিত’
চলতি বছরের শেষের দিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। আগামী বছর জাতীয় নির্বাচন। নির্বাচন ও জাতীয় কাউন্সিল ঘিরে তৃণমূল পর্যায় থেকে দল গোছাতে শুরু করেছে দেশের সবচেয়ে পুরনো এই দলটি।
কাউন্সিল ও নির্বাচন ঘিরে আওয়ামী লীগের প্রস্তুতি কেমন এবং তাদের দলের বর্তমান অবস্থা নিয়ে দ্য ডেইলি স্টার কথা বলেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন : জাতীয় কাউন্সিল সময় মতো হবে এটি নিয়ে আলোচনা হয়েছে। মিটিংয়ে মূলত তৃণমূল পর্যায়ে দলীয় কাউন্সিল নিয়ে কথা হয়েছে।
দলীয় সভানেত্রী আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ওয়ার্ড থেকে শুরু করে জেলা, মহানগরগুলোর কাউন্সিল শেষ করার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা কাজ করছি।