টেস্ট ক্রিকেট সম্পর্কে নতুন করে ভাবুন
টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট। শক্ত ক্রিকেট। এই ক্রিকেট রপ্ত করে ভালো করতে শুরু করলে অন্য দুটি সংস্করণ ওয়ানডে এবং টি২০ অনেক বেশি স্বাচ্ছন্দ্য হবে। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে সেই ২০০০ সালের জুনে। অভিষেক টেস্ট খেলেছে ২০০০ সালের ১০ নভেম্বর; ভারতের বিপক্ষে দেশের মাটিতে। ২২ বছর মোটেই কম সময় নয়। অনেক সময় নষ্ট হয়েছে। অভিষেক টেস্ট খেলার পর থেকে দেশের টেস্ট ক্রিকেটকে ঘিরে যে প্রত্যাশা ছিল, সেখান থেকে আমরা অনেক পেছনে আছি।
কখনও ভাবা হয়নি, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে দুই বা আড়াই যুগের মধ্যে এশিয়ার সেরা দলে পরিণত হতে পারে। প্রত্যাশা ছিল, টেস্ট ক্রিকেট রপ্ত করে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ক্রিকেট দুনিয়ায়- এটি সম্ভব হয়নি। কেন পিছিয়ে থাকা; এর পেছনে ঘাটতি এবং দুর্বলতা কী কী- এখন আর সেগুলো অন্ধকারে নেই। সাংগঠনিক কার্যকলাপে দুর্বলতা এবং ব্যর্থতা থাকা সত্ত্বেও ছেলেরা অনেক ভালো খেলেছে। তারা সম্ভাবনার রশ্মি ছড়িয়ে জাতির স্বপ্ন জিইয়ে রেখেছে।