ঢাকার বুকে একটি ‘উপভোগ্য’ রণক্ষেত্র

প্রথম আলো নিউ মার্কেট থানা রাফসান গালিব প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১৯:৫৮

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সাম্প্রতিক সময়ের ‘সেরা’ রণক্ষেত্র দেখল গোটা দেশ। যদিও নানা রাজনৈতিক পরিস্থিতিতে বা নির্বাচনকে কেন্দ্র করে দেশে এমন রণক্ষেত্র নতুন নয়। আবার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষও নতুন কিছু নয়। বছরে দু–তিনবার অবধারিতভাবে এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হবেই।


কিন্তু এবারের সংঘর্ষ অভূতপূর্ব। গত রাত থেকে শুরু হয়ে মাঝখানে বিরতি দিয়ে আজকে সকাল থেকে আবারও শুরু হয়। একে তো রোজার দিন, তার ওপরে প্রচণ্ড গরম—এমন পরিস্থিতির মধ্যেও দুপুরও ছাড়িয়ে যায় সংঘর্ষ। অক্লান্ত উদ্যমে লড়ে গেল দুই পক্ষ। তাদের এই ‘বীরত্বপূর্ণ লড়াই’ সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘উপভোগ্য’ হয়ে উঠল। এর মধ্যে দোকানমালিকেরা ‘সত্য সংবাদ’ খবর প্রচার না করার অভিযোগে কয়েকজন সাংবাদিককে ‘প্যাঁদানি’ দিয়েছে, এতে যেন আরও বেশি ‘তৃপ্তিদায়ক’ হয়ে উঠেছে আর কি বিষয়টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও