দেশের স্বাস্থ্য খাতে নানারকম অনিয়ম-দুর্নীতির বিষয়টি সর্বজনবিদিত। এবার করোনাভাইরাস মোকাবিলায় টিকা কার্যক্রমে অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এ বাবদ খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
কিন্তু মঙ্গলবার এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে বলা হয়, এ খরচ ১৮ হাজার কোটি টাকার বেশি হওয়ার কথা নয়। টিআইবির পক্ষ থেকে আরও বলা হয়, কেন্দ্রে টিকা গ্রহণের সময় ২ শতাংশ সেবাগ্রহীতা অনিয়ম-দুর্নীতির শিকার হয়েছেন। দ্রুত টিকা পেতে কিছু সেবাগ্রহীতাকে অর্থও ঘুস দিতে হয়েছে।