You have reached your daily news limit

Please log in to continue


কপালের টিপ নয়, লক্ষ্যবস্তু বাংলাদেশের কপাল

স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের রেশ এখনও কাটেনি। মাত্র ক'দিন আগে, ৩১ মার্চ রাতে রাজধানীর হাতিরঝিলে দেশের প্রথম 'ড্রোন শো' দিয়ে দুই বছরব্যাপী মুজিববর্ষ উৎসবের সমাপ্তি টানা হয়েছে।

অত্যাধুনিক 'ড্রোন শো'তে মুগ্ধ যখন ঢাকা শহর, তার একদিন পরই দীর্ঘকাল ধরে নিভৃতে বেড়ে ওঠা ধর্মীয় উন্মাদনার ক্ষুদ্রতম একটি ঘা বের হয়ে এসেছে। কপালে টিপ পরায় একজন নারীকে রাজধানীর জনাকীর্ণ রাস্তায় অশ্রাব্য ভাষায় গালাগাল শুনতে হয়েছে। তাও সাধারণ কেউ নন; গাল দিয়েছেন জনগণের টাকায় লালিত-পালিত রাষ্ট্রের একজন পুলিশ। বাহিনীর পোশাকে থাকা সেই পুলিশ সদস্য টিপ পরা নারীর গায়ের ওপর দিয়ে নিজের মোটরসাইকেল চালিয়ে যেতেও উদ্যত হয়েছিলেন। ওই নারী সরে যান; মোটরসাইকেলের চাকা তার পায়ের পাতার ওপর দিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন