আসুন একটি প্রজন্মকে টার্গেট করি
আজ ৭ এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস। একবার আমার পোস্ট ডক্টরাল জাপানিজ সুপারভাইজারকে জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কি জানো আজ একটা বিশেষ দিন।’ ‘আমার জন্মদিন নয়, এটা জানি, ভ্যালেন্টাইনস দিবসও নয়!’ অধ্যাপকের সহাস্য প্রত্যুত্তর।
‘বলো তো ব্যাপারটা কী, আজ কিসের দিন?’ আমি বললাম, ‘আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। তুমি স্বাস্থ্য অনুষদের ডিন, তুমি এটা জানো না কেন?’ তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ‘দেখো আমার যতটুকু জানার দরকার, তা আমি জানি! বরং তুমি যতটুকু জানো না, সেটি এখন জেনে নাও। এ ধরনের দিবসগুলো সমস্যাসংকুল, অনুন্নত, স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযোজ্য; আমাদের জন্য নয়।’