দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় এ দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এর আগে টাইগাররা দেশের বাইরে জিম্বাবুয়ে, কেনিয়া ও ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে সিরিজ জয় পেলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে এটাই প্রথম সিরিজ জয়।
বস্তুত দেশের মাটিতে টাইগারদের বড় বড় সাফল্যের নজির থাকলেও দেশের বাইরে সাফল্য তুলনামূলক কম, বিশেষ করে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার ক্ষেত্রে।
ইতঃপূর্বে দেখা গেছে একটি ম্যাচে খুব ভালো খেলে জয় পেলেও টাইগারদের পরবর্তী ম্যাচগুলোয় পরাজিত হতে। সেদিক থেকে বলা যায়, বর্তমান দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়া দলের জন্য আশাব্যঞ্জক পারফরম্যান্স। এ সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যদের অভিনন্দন জানাই আমরা।