কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শিথিল হয়ে যাচ্ছে পারিবারিক বন্ধন

একজন মানুষের জীবনচক্রকে একটি বৃত্তের সঙ্গে তুলনা করা চলে। যেমন একজন নবজাতক বা শিশুর ক্ষেত্রে তার বেড়ে ওঠার জন্য জন্মদাতা, জন্মদাত্রী অথবা অন্য কারও সাহায্য, যত্ন ইত্যাদির প্রয়োজন হয়, তেমনি বৃদ্ধকালেও তার গোসল, খাওয়া-পরা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সাহায্য-সহযোগিতার প্রয়োজন হয়ে পড়ে। খাওয়া-দাওয়াসহ চলাফেরা, চিকিৎসা সহযোগিতা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তার দিকনির্দেশনার দরকার হয়।

এ অবস্থায় আমাদের দেশ তথা পাক-ভারত উপমহাদেশে শিশুকাল থেকে কর্মক্ষম না হওয়া পর্যন্ত সব পিতামাতাই যেমন তাদের সন্তানদের দেখভাল, ভরণপোষণ ইত্যাদির দায়িত্বভার গ্রহণ করে, ঠিক তেমনি সন্তানরাও তাদের বৃদ্ধ পিতামাতার সব দায়িত্ব গ্রহণ করে থাকে। আর এ ব্যবস্থাটি আমাদের আর্থসামাজিক ও ধর্মীয় মূল্যবোধের একটি অপরিহার্য বিষয় হিসাবে পালন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন