সত্যেন্দ্রনাথ বসু : ক্ষণজন্মা এক বাঙালি বিজ্ঞানী
আজ পয়লা জানুয়ারি। আজকের এই দিনে ১৮৯৪ সালে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জনক সত্যেন্দ্রনাথ বসু কলকাতার ২২ ঈশ্বর মিত্র লেন, গোয়াবাগানে জন্মগ্রহণ করেন। বোস ছিলেন ছয় বোনের একমাত্র ভাই এবং সবার বড়। বোসের বাবা সুরেন্দ্রনাথ বসু ছিলেন কলকাতা রেলের একজন হিসাবরক্ষক এবং পরবর্তীতে তিনি একটি কেমিক্যাল কারখানা দেন।
১৮৯৯ সালে বোস উত্তর কলকাতার ‘নর্মাল স্কুল [Normal school]’ ভর্তির মাধ্যমে লেখাপড়া শুরু করেন। পরবর্তীতে নিউ ইন্ডিয়ান স্কুলে ভর্তি হন। আবার স্কুল পরিবর্তন করে ১৯০৭ সালে কলকাতার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ভালো স্কুল ‘হিন্দু স্কুল [Hindu School]’ ভর্তি হন।