রিয়াজ ভাইয়ের শূন্যতা পূরণ হবে না

সমকাল মনজুরুল আহসান বুলবুল প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ১৮:০৯

একজন পরিপূর্ণ মানুষ রিয়াজ উদ্দিন আহমেদের চলে যাওয়ায় সাংবাদিক সমাজে যে শূন্যতা তৈরি হলো, তা কখনোই পূরণ হবে না। তিনি দল-মত নির্বিশেষে সবার কাছে প্রিয় রিয়াজ ভাই হতে পেরেছিলেন। অসাধারণ নেতৃত্বগুণ ছিল তার। যে কোনো সংকটকালীন মুহূর্তে পরিস্থিতি মোকাবিলা করার এ রকম গুণ হাতেগোনা খুব কম মানুষের মধ্যে দেখেছি। সাংবাদিকদের রুটি-রুজির প্রশ্নে রিয়াজ ভাই ছিলেন আপসহীন। তিনি একটি দল সমর্থন করতেন। কিন্তু সহকর্মীদের স্বার্থে দলের আনুগত্যের কথা ভাবতেন না এই অসাধারণ সাংবাদিক নেতা।


বিএনপি সরকারের আমলে তখন তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। একবার জাতীয় প্রেস ক্লাবে পুলিশ সাংবাদিকদের ওপর হামলা চালায়। প্রতিবাদে সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেন। একটি বিচ্ছিন্ন ঘটনায় একজন বিএনপিপন্থি সাংবাদিক আহত হন। তখন রিয়াজ ভাই সাংবাদিকদের পক্ষ নিতে গিয়ে সরকারের কারও কারও কাছে অপ্রিয় হয়েছিলেন। কিন্তু নীতির কাছে আপস করেননি। আসলে রিয়াজ ভাই পরে যে দলই করুন না কেন, তিনি সব সময় ছাত্রলীগের একজন কর্মী হিসেবে গর্ববোধ করতেন। বঙ্গবন্ধুর সঙ্গে বাকশালে যোগ দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, এর মাধ্যমে হয়তো মানুষের অনেক কিছুর পরিবর্তন হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও