তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে
জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সদস্য দেবপ্রিয় ভট্টাচার্য সম্প্রতি এক আলোচনাসভায় বলেছেন, দেশে তথ্যের অন্ধত্ব বিরাজ করছে। তথ্য গুরুত্বহীন হয়ে পড়েছে। তাঁর মতে, একটা সময় দেশে তথ্যের শূন্যতা ছিল, এরপর সৃষ্টি হয় তথ্যের নৈরাজ্য; নৈরাজ্যের পর ছিল তথ্য প্রকাশের দ্বিধা।
তবে এটা তো মানতে হবে যে বর্তমান সময়ে যার কাছে যত বেশি তথ্য আছে, সে তত বেশি সমৃদ্ধ; যদিও এই সমৃদ্ধির ফাঁকে কিছু সমস্যা দেখা দেয়। আর এসব ঘটছে তথ্যের অবাধ প্রচার ও অজ্ঞতার কারণে। বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন, সময়ের এই স্রোতমুখে সবচেয়ে বেশি তথ্য ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, যা কোথাও কোথাও তথ্যসন্ত্রাসের আকারে রূপ নিয়েছে। তথ্যসন্ত্রাস বলার কারণ এর ওপর ভর করে হেনস্তা কিংবা আক্রমণের জোর নজির দৃশ্যমান। অথচ বিশ্বব্যাপী সবচেয়ে মূল্যবান ও ব্যয়বহুল বিষয় হলো তথ্য।
- ট্যাগ:
- মতামত
- আলোচনা সভা
- তথ্য আদান-প্রদান
- আলোচনা