বিবাহিত ছাত্রীর আসন বাতিল মানবাধিকার পরিপন্থি

সমকাল ঢাকা বিশ্ববিদ্যালয় খুশি কবীর প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৮:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাঁচটি হলে আসন বণ্টন সম্পর্কিত নীতিমালার একটি ধারায় বলা হয়েছে, 'কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।' এ নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাঁচ ছাত্রী হলের শিক্ষার্থীরা। তারা নিয়ম বাতিলের দাবিতে এরই মধ্যে সংবাদ সম্মেলন করেছেন।


উপাচার্যের সঙ্গে দেখা করে নিয়মটি বাতিলের লিখিত আবেদন জানিয়েছেন। ব্রিটিশদের করা অনেক অযৌক্তিক নিয়ম থেকে আমরা স্বাধীনতার ৫০ বছর পরও বের হয়ে আসতে পারিনি। শিক্ষা আমাদের অন্যতম মৌলিক অধিকার। ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সব মানুষ সমান- এ স্বীকৃতি সংবিধান দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নারী হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের থাকার ব্যাপারে নিষেধাজ্ঞাটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি সম্পূর্ণ মানবাধিকারের পরিপন্থি। এর মাধ্যমে নারীদের উচ্চশিক্ষার প্রতি অবজ্ঞা করা হয়েছে। ছাত্রীদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও