সামরিক আইনের অধীনে আমেরিকার রাজধানী!

যুগান্তর আনোয়ার হোসেইন মঞ্জু প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ১১:৪৮

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের প্রধান সাংবিধানিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র্র্রের রাজধানী এখন কার্যত সামরিক আইনের অধীনে। যদিও ট্রাম্প প্রশাসন যুক্তি প্রদর্শন করেছে, ওয়াশিংটন ডিসির আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে, সেখানে পুলিশ পরিস্থিতি সামলাতে অপারগ হয়ে পড়ায় ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং পুলিশ তাদের অধীনস্থ থাকবে।


ন্যাশনাল গার্ডের আটশ সদস্য এবং পুলিশের পাঁচশ সদস্য সেখানে টহল দিচ্ছে গত মঙ্গলবার থেকে। বিভিন্ন স্থানে সাঁজোয়া যান অবস্থান নিয়েছে। এর আগের সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যেসব সিটির পুলিশ অবৈধ অভিবাসীদের ধরপাকড়ে হোমল্যান্ড সিকিউরিটির ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টদের সহায়তা করবে না, সেসব সিটিকে ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়া হবে। ওয়াশিংটন ডিসি তার সিদ্ধান্ত কার্যকর করার প্রথম শিকারে পরিণত হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও