কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের এপিঠ-ওপিঠ

সমকাল এম হুমায়ুন কবির প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ১৭:৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে।মার্কিন যুক্তরাষ্ট্র এমন পর্যবেক্ষণমূলক কার্যক্রম শুধু একটি-দুটি দেশ নিয়ে চালিয়ে থাকে তা নয়। আমরা জানি, মানবাধিকারসহ বেশকিছু বিষয়ে জাতিসংঘভুক্ত ও বহির্ভূত দেশগুলো নিয়েও এমন কাজ তারা করে থাকে। তবে এর সঙ্গে যুক্ত আছে তাদের আরও সংস্থা বা বিভাগ। অর্থাৎ সমন্বিতভাবে তারা কাজগুলো করে থাকে। এটা নতুন কিছু নয়। তবে জো বাইডেন ক্ষমতাসীন হওয়ার পর কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার-প্রত্যয় ব্যক্ত করেন বিশ্বের গণতান্ত্রিক পরিবেশ, পরিস্থিতি ও মানবাধিকারের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রেখে।


বাইডেনের নীতিগুলো এ লক্ষ্যে পরিচালিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেসব বিষয়ে প্রতিবেদন দিয়ে থাকে তা শুধু তাদের রুটিন ওয়ার্ক নয়, তাদের নীতি ও ক্ষমতাসীনদের রাজনৈতিক লক্ষ্যও এর সঙ্গে যুক্ত। তাদের গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক পরিবেশে যুক্তরাষ্ট্রের যে নেতৃত্ব এবং অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তা বিষয়ে, বিশেষ করে আমাদের সঙ্গে সহযোগিতার যে জায়গা তাও তারা আরও সমৃদ্ধ করতে চায়। সবার বাসযোগ্য একটি পৃথিবী গড়ার প্রত্যয়ের কথা বাইডেন শুরুতেই জোর দিয়ে বলেছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বৈরী সম্পর্ক নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও