সুপার টুয়েসডে: আমেরিকান সামোয়ায় স্বল্প পরিচিত জ্যাসনের কাছে হারলেন বাইডেন

প্রথম আলো প্রকাশিত: ০৬ মার্চ ২০২৪, ১৬:৩৭

যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গতকাল মঙ্গলবার যে ১৪টি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দলের প্রাথমিক বাছাইপর্বের ভোট (প্রাইমারি) হয়েছে, তার সব কটিতে জয়ী হয়েছেন জো বাইডেন। তবে সুপার টুয়েসডেতে আমেরিকান সামোয়া অঞ্চলে অনুষ্ঠিত ককাসে হেরে গেছেন বর্তমান এই মার্কিন প্রেসিডেন্ট।


আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মনোনয়নপ্রত্যাশী বাইডেন যাঁর কাছে হেরেছেন, তিনি খুব স্বল্প পরিচিত একজন ব্যবসায়ী। নাম জ্যাসন পামার।


প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাই ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিচিত ‘সুপার টুয়েসডে’। গতকাল এ ‘সুপার টুয়েসডে’-তে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির বাছাইপর্বের ভোট হয়। আর ১৪টি অঙ্গরাজ্য ও আমেরিকান সামোয়া অঞ্চলে অনুষ্ঠিত হয় ডেমোক্র্যাটদলীয় বাছাইপর্বের ভোট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও