
রোহিঙ্গা সংকটের আট বছর : সমাধান কতদূর
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সব সময় আশাবাদী এবং সক্রিয় হওয়ার পরও এ সমস্যা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়নি। রোহিঙ্গা সংকট বর্তমানে আট পেরিয়ে নয় বছরে পদার্পণ করেছে। নানা ধরনের বাধার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনেও এ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। বর্তমানে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন অঞ্চলে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ চলছে এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
আরাকান আর্মির দখলে থাকা রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোয় রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির অত্যাচারের কারণে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা তাদের ভিটেমাটি থেকে পালিয়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় অবস্থান করছে। রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্স আশঙ্কা করছ যে, পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সংঘাত ও পরিকল্পিত সহিংসতায় গত ১৮ মাসে প্রায় দেড় লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। নতুন আগত এ রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে, যা বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গার জন্য বরাদ্দকৃত ত্রাণ সহায়তার ওপর চাপ ফেলছে।