
ডেঙ্গুতে জীবন যায় সচেতনতাই বাঁচার উপায়
ডেঙ্গু একটি এডিস মশা বাহিত ভাইরাস জনিত রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে সাত দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেবার পর আবারো জ্বর আসতে পারে। এর সাথে শরীরে ব্যথা মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ (র্যাশ) হতে পারে। তবে এগুলো না থাকলেও ডেঙ্গু হতে পারে।
ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশার বংশবিস্তার ধ্বংস করতে হবে, প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য দিনে বা রাতে যখনই মানুষ ঘুমাবে অবশ্যই মশারি টানিয়ে নিতে হবে এবং মশার কয়েল, স্প্রে, বা ইলেক্ট্রনিক্স মশা মারার যন্ত্র ব্যবহার করা যেতে পারে। মশার কামড় এড়িয়ে চলতে ফুল হাতা জামাকাপড় এবং হালকা রঙের পোশাক পরা ভালোবাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পানি জমে থাকলে সেটা ফেলে দিতে হবে।