You have reached your daily news limit

Please log in to continue


কলমের দায়িত্ববোধে শেষপ্রহরের নক্ষত্র

আশির ও নব্বইয়ের দশকে নগর-বন্দর ছাড়িয়ে গ্রামগঞ্জে তারিখ ইব্রাহিম নামের তুখোড় এক লেখকের নাম ছড়িয়ে পড়েছিল। ‘যায়যায়দিন’ নামক অধূনাবিলুপ্ত সাপ্তাহিকের মাধ্যমে তার লেখার সঙ্গে আমার পরিচয় নব্বইয়ের দশকে। তারও পরে নব্বইয়ের দশকের শেষের দিকে এসে জানলাম ওই তারিখ ইব্রাহিমই হলেন বিভুরঞ্জন সরকার, আমাদের বিভুদা। ততদিনে তিনি সামরিক আর বেসামরিক গণতান্ত্রিক জামানার শাসনকাল পার করা ত্রিকালদর্শী স্থির দৃঢ় সাহসী আর প্রজ্ঞাবান সাংবাদিক হিসেবে পাঠকের মনে জায়গা করে নিয়েছেন।

আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র হওয়ার সুবাদে হলের মূল ভবনের তিনতলার দক্ষিণ-পশ্চিম কোণের ব্লকের ৩৭৩ নম্বর কক্ষে প্রায় এক বছর ছিলাম। একই ব্লকে কাছাকাছি কক্ষে থাকতেন আমাদের কয়েক বছর আগের শিক্ষাবর্ষের আইন বিভাগের ছাত্র এবং ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আমিনুল ইসলাম সজল এবং ইংরেজি বিভাগের মাহমুদুল আমিন অপু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন