রক্তমাখা অস্ত্র হাতে রক্তমাখা আঁখি

জাগো নিউজ ২৪ জাফর ওয়াজেদ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ১০:০৬

গণহত্যা, রক্তপাত, নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা পেয়েছিল। শত্রু হননের গান গাইতে গাইতে তিমির বিদারী উদার অভ্যুদয়ের মধ্য দিয়ে একটি স্বাধীন জাতির আত্মপ্রকাশ ঘটেছিল ১৯৭১ সালে। কিন্তু সেই বিজয়ের পতাকাকে অবনমিত করে পরাজিত শক্তি ও শত্রুদের সমাজে এবং মসনদে আসীন হবার ঘটনাও ঘটেছে অবলীলায়। যারা স্বাধীনতা চায়নি, চায়নি জাতি হিসেবে বাঙালীর আত্মপ্রতিষ্ঠা, তারা তাদের শাণিত ক্ষুরধার অস্ত্রকে সমর্পণ করেনি। বরং আরও ধারালো করে উপর্যুপরি হামলা চালিয়ে আসছে। হামলাকারীদের দৃষ্টিতে তারা অতীতে ফিরে যাবার জন্য অর্থাৎ পাকিস্তানী ভাবাদর্শ ও মানসিকতাকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি একটি কনফেডারেশন গড়ে তোলার জন্য ১৯৭২ সাল থেকেই দেশে-বিদেশে তৎপরতা চালিয়ে আসছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও