রাষ্ট্র না ভাঙলে জনগণের মুক্তি নেই
আফগানিস্তানে আমেরিকানদের পরাজয়ে বিশ্বের সবাই যে দুশ্চিন্তাগ্রস্ত তা নয়, চীন তো নয়ই। চীন দেখা যাচ্ছে, খুশিই হয়েছে। কারণ, এই চীন তো আর আগের চীন নয়, মাও সে-তুংয়ের চীন একেবারেই নয়, যদিও এখনো তারা কমিউনিস্ট পার্টির শাসনেই রয়েছে এবং পার্টি মাও সে-তুংকে ভোলেনি বলে জানাচ্ছে। কদিন আগে তারা যে তাদের দেশের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপন করছিল, সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানে পার্টির প্রধান সি চিন পিং মাও সে-তুংয়ের গলাবন্ধ কোট পরেই উপস্থিত হয়েছিলেন, আশপাশে মাও সে-তুংয়ের ছবিও ছিল; কিন্তু সেখানে মাও ছিলেন না। তাঁর আন্তর্জাতিকতা ছিল অনুপস্থিত। অনুষ্ঠানে দেশপ্রেমিক গান গাওয়া হয়েছে, কমিউনিস্টদের আন্তর্জাতিক গান ইন্টারন্যাশনাল গাওয়া হয়নি এবং বলা হয়েছে, যা হরদমই বলা হচ্ছে, আমরা সমাজতন্ত্রীই, কিন্তু আমাদের সমাজতন্ত্র চীনা সমাজতন্ত্র।