শক্ত একটা ভিত্তি প্রয়োজন
আমরা যারা ইতিহাস থেকে সত্য ধারণ করতে চাই। মুক্তিযুদ্ধের মহান স্মৃতি যাদের বুকের ফটোপ্লেটে এখনো উজ্জ্বল। দলপ্রেম নয়, দেশপ্রেম যাদের ধমনিতে। সুবিধাবাদ যাদের আকর্ষণ করতে পারেনি, তারা দল হিসেবে আওয়ামী লীগকে কলুষমুক্তরূপে দেখতে চায়। আওয়ামী লীগ সরকারের দক্ষতায় দেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন তাদের আমোদিত করে। তারা দেখতে পায় তেমন কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ ছাড়াই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য পূরণের সুযোগ রয়েছে। তবে শঙ্কা সুশাসনের অভাব এবং রাজনৈতিক ও প্রশাসনিক দুর্বৃত্তায়ন সব অর্জনকে না নড়বড়ে করে দেয়! দূরদর্শী আওয়ামী লীগ ও সরকারপ্রধান শেখ হাসিনা তা বুঝতে পেরেছেন। তাই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজ ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছিলেন। কিন্তু এ পথে সাফল্য পাওয়া খুব সহজ কথা নয়।
- ট্যাগ:
- মতামত
- রাজনৈতিক দল
- নেতৃত্ব
- অপসংস্কৃতি
- ছাত্রসংগঠন