মন্ত্রী মহোদয়ের অভিনব তত্ত্ব
জাতি হিসেবে আমাদের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো কৃতকর্মের দায় আমরা কেউই নিতে চাই না। যখন কোনো কাজ বা ঘটনার দায় নিজের ওপর চাপার আশঙ্কা দেখা দেয়, তখনই সামনে যাকে পাওয়া যায় তার ওপর দোষ চাপিয়ে নিজে দায়মুক্ত হতে চাই। সে সময় এটা চিন্তা করে দেখি না যে, আমি যার ওপর দায় চাপাচ্ছি, সে আসলে ওই ঘটনার জন্য কতটুকু দায়ী বা আদৌ দায়ী কিনা। বলাটা অসংগত নয়, আমাদের রাজনীতিকদের মধ্যে এ প্রবণতা প্রকট। তারা কোনো বিশেষ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করতে সিদ্ধহস্ত। অভিযোগের তীরটা ছুড়ে দিয়েই তারা খালাস। সে তীর লক্ষ্য ভেদ করবে কিনা, তা ভেবে দেখার ফুরসত তারা পান না।