বিশ্ব ক্ষুধা সূচক ও বাংলাদেশ
বাজারদরে অস্থিরতা, দীর্ঘদিনের সাম্প্রদায়িক শান্তিতে বিঘ্ন এবং ই-কমার্সে 'নষ্ট-ভ্রষ্ট' নানা নেতিবাচক খবরে যখন মন বেশ খারাপ, ঠিক তখনই দেশের বাইরে থেকে বেশ কিছু ইতিবাচক সংবাদে আশ্বস্ত বোধ করছি। এখানে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড থেকে প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অসামান্য অগ্রগতির কথা বলি। এই সূচকে গত বছরের মতো এ বছরেও বাংলাদেশের অগ্রগতি আশপাশের দেশগুলো থেকে ভালো। বিশ্ব ক্ষুধা সূচক ২০২১-এ ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। সূচকের স্কোর একশর মধ্যে হিসাব করা হয়। স্কোর যত কমে, ক্ষুধা সূচকের অগ্রগতি তত বাড়ে। এ বছর বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ১। নেপালেরও তাই। তবে ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের স্কোর ঢের ভালো। এ বছর ভারতের অবস্থান ১০১তম, স্কোর ২৭ দশমিক ৫। পাকিস্তানের স্কোর ২৪ দশমিক ৭। ভারত ও পাকিস্তানের অবস্থান গত বছরের চেয়ে উল্লেখযোগ্যভাবে নিম্নগামী। গত বছর ভারতের অবস্থান ছিল ৯৪তম; এবার ১০১। পাকিস্তানের গত বছরের অবস্থান ছিল ৮৮তম; এ বছর ৯২। বাংলাদেশের অবস্থান এক ধাপ কমলেও স্কোর অগ্রগতি বেশি।