![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/10/03/232331Kalerkantho-M-6-2021-10-03-03.jpg)
মার্কেলের বিদায় এবং তার প্রভাব
অ্যাঞ্জেলা কাসনার ১৯৭৭ সালে বিয়ে করেছিলেন উলরিখ মার্কেলকে, পাঁচ বছর পর বিচ্ছেদ। দ্বিতীয় বিয়ে জখিম সায়্যয়ের সঙ্গে। তবে প্রথম স্বামীর মার্কেল পদবিটা তিনি রেখে দিলেন।
২০০৫ থেকে ২০২০ জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক এবং বিশ্বরাজনীতির এক গর্বিত ব্যক্তিত্ব। জার্মানিতে আট কোটি লোকের বসবাস। আয়তনে বাংলাদেশ থেকে আড়াই গুণ বড়।