বিপন্ন ইছামতীকে বাঁচাতে হবে
পাবনার ইছামতী অঢেল সম্পদের, সীমাহীন ঐতিহ্যের এবং বিশাল গৌরবের ঐতিহ্য। নদীটির উৎপত্তির ইতিহাস সঠিকভাবে জানা না গেলেও যতটুকু জানতে পেরেছি তাহলো, নদীটি প্রকৃতিগতভাবে উৎপন্ন হয়নি। মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার তৎকালীন রাজধানী জাহাঙ্গীরনগরে যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে বাংলার শাসনকর্তা ঈশা খাঁর নির্দেশে তখনকার প্রাদেশিক শাসন কর্মকর্তা ইছামতী নদীটি খনন করেন। তারই নামানুসারে এ নদীর নামকরণ করা হয় (সূত্র বিবৃতি, ২৯ এপ্রিল, ২০১৯, সাংবাদিক আবদুল হামিদের নিবন্ধ)। যদিও কোনো ইতিহাস গ্রন্থে বা গুগলস সার্চ করে এর প্রমাণ পাইনি। তবে ইছামতী পদ্মার শাখা নদী এ নিয়ে বিতর্ক নেই।
- ট্যাগ:
- মতামত
- নদী দখল
- বিপন্ন
- ইছামতী নদী