জেনারেল সোলাইমানির বিকল্প পেল ইরান
২০২০-এর জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানি খুন হন। ইরানের জন্য এটা অপূরণীয় ক্ষতি মনে করা হতো। কিন্তু পারস্য সভ্যতা এবং শিয়া নৃতত্ত্বে অদম্য এক মানসিকতা আছে। তারই ফল যেন জেনারেল আমির আলী হাজিজাদেহের উত্থান। সবাই বলছে, কাসেম সোলাইমানির শূন্যতা তিনি ইরানকে পূরণ করে দিয়েছেন। ইরানের প্রতিপক্ষরা এই ‘নতুন সোলাইমানি’কে নিয়ে নতুন করে উদ্বেগে পড়েছে। তিনি মৃত সোলাইমানির চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলে তাদের শঙ্কা।
পুরোনো সোলাইমানির শূন্যতা যেভাবে পূরণ হচ্ছেঃ এটা এখন আর কোনো লুকোছাপা তথ্য নয়, ইরাক থেকে আফগানিস্তান পর্যন্ত বহু অঞ্চলের সশস্ত্রতায় ইরানের উপস্থিতি ও স্বার্থ আছে। যেভাবে আছে সেসব জায়গায় সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ আরও বহু দেশের অংশ।