আন্তর্জাতিক মহলের 'ধরি মাছ না ছুঁই পানি'
মিয়ানমারের সামরিক বাহিনীর নিষ্ঠুর নির্যাতন, নির্মম হত্যাকাণ্ড, নির্বিচার ধর্ষণ, পাইকারি অগ্নিসংযোগ এবং অমানবিক জেনোসাইড থেকে বাঁচার জন্য লাখ লাখ রোহিঙ্গা ২০১৭ সালের ২৫ আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। জাতিসংঘের হিসাব অনুযায়ী পরবর্তী দুই মাসের মধ্যে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। আগের আশ্রিত রোহিঙ্গা এবং নতুন আশ্রয়প্রার্থী মিলে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ লক্ষাধিক, কারও কারও মতে ১৩ লাখ। এর মধ্যে গত চার বছরে নতুন করে জন্ম নিয়েছে এক লক্ষাধিক রোহিঙ্গা শিশু। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে অবস্থিত ৩৪টি অস্থায়ী শরণার্থী শিবিরে এসব রোহিঙ্গা বাস করছে।