ডেঙ্গু থেকে রক্ষা পেতে নগরবাসীর করণীয়
২০ আগস্ট বিশ্ব মশা দিবস। এবারের প্রতিপাদ্য হলো, ‘শূন্য ম্যালেরিয়া লক্ষ্যে পৌঁছানো’। স্যার রোনাল্ড রস ১৮৯৭ সালের ২০ আগস্ট ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন। এই আবিষ্কারের মধ্য দিয়ে নিশ্চিত হয়, অ্যানোফিলিস মশাই ম্যালেরিয়া রোগের বাহক। তার আগ পর্যন্ত, মশা এবং মারাত্মক রোগের মধ্যে এই সম্পর্কের ব্যাপারে বিশ্ব চূড়ান্তভাবে অন্ধকারে ছিল। তার সম্মানে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন দিবসটি পালন করা শুরু করে। এরপর থেকে পৃথিবীর অনেক দেশেই এই দিবসটি পালিত হয়ে আসছে।