You have reached your daily news limit

Please log in to continue


কারাগারের রোজনামচা

সম্প্রতি ‘কারাগারের রোজনামচা’ নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার ডায়েরি সঙ্কলন প্রকাশিত হয়েছে। এতে প্রথম দিকে তিনি জেলখানার কিছু বিষয় উল্লেখ করেছেন। এরপর বলেছেন ১৯৬৬ সালের ঐতিহাসিক ৭ জুন ‘৬ দফা দিবস’ পালনের প্রেক্ষাপট এবং তারপরে সে দিনের ঘটনা। আমরা প্রাসঙ্গিক হিসেবে ’৬৬ সালের ২ থেকে ৬ জুনের কিছু ঘটনা বঙ্গবন্ধুর এ ডায়েরি থেকে হুবহু তুলে ধরছি।

সকালে ঘুম থেকে উঠেই শুনলাম রাত্রে কয়েকজন গ্রেপ্তার হয়ে এসেছে। কয়েদিরা, সিপাহিরা আলোচনা করছে। ব্যস্ত হয়ে পড়লাম। বুঝতে বাকি রইল না আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কর্মীদের নিয়ে এসেছে, ৭ই জুনের হরতালকে বানচাল করার জন্য। অসীম ক্ষমতার মালিক সরকার সবই পারেন। এত জনপ্রিয় সরকার তাহলে গ্রেপ্তার শুরু করেছেন কেন! পোস্টার লাগালে পোস্টার ছিঁড়ে ফেলা, মাইক্রোফোনের অনুমতি না দেওয়া, অনেক অত্যাচারই শুরু করেছে। জেলের এক কোণে একাকী থাকি, কিভাবে খবর জানব?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন