সেরা ক্রীড়া সংগঠক শেখ কামালের কথা বলি
ছবি তুলতে গিয়েই ঢাকা স্টেডিয়ামের ক্রিকেট মাঠে প্রথম দেখি শেখ কামালকে। সাদা সার্ট আর সাদা প্যান্ট পরা এক যুবক হাতে ক্রিকেট ব্যাট নিয়ে মাঠে নামছেন। সে সময় জ্যেষ্ঠ ফটোগ্রাফারদের মধ্যে টেলিলেন্স ব্যবহারে কোনো প্রচলন ছিল না। থাকবে কী করে, সবার হাতেই যে ১২০ মিলিমিটারের বক্স ক্যামেরা। খেলোয়াড়দের কেউ ৫০ কিংবা ১০০ রান হাঁকালে আম্পায়ারদের অনুমতি নিয়ে এক দৌড়ে ক্রিজে গিয়ে ছবি তুলতে হতো প্রেস ফটোগ্রাফারদের। ১৯৭৩ সালে এমন এক ব্যাটসম্যান ছিলেন শেখ কামাল। সেই আমার প্রথম বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ছবি তোলা।
কাছে থেকে প্রথম দেখায় শেখ কামাল ব্যবহার আমাকে উৎফুল্ল করে। একেবারেই সাধারণ ২৩ বছরের এক যুবক যেমন, তেমনই তিনি। শরীরের চেয়ে বড় এক জোড়া গোঁফ। সেই গোঁফের নিচে অমলিন এক টুকরো হাসি, সব সময় লেগেই আছে ঠোঁটজুড়ে। অন্য সবার চেয়ে কনিষ্ঠ বলে আমার ক্যামেরায় একটু যেন সেই দিন বেশি বেশি ব্যাট উঁচিয়ে পোজ দিলেন তিনি।
- ট্যাগ:
- মতামত
- জন্মদিন
- ফটোগ্রাফার
- শেখ কামাল