You have reached your daily news limit

Please log in to continue


করোনাকালের নয়া মহামারি ‘বাল্যবিবাহ’

আমার কাছে এ মুহূর্তে রত্নার চেয়ে ভালো উদাহরণ নেই। রত্না আমাদের প্রতিষ্ঠিত মল্লিকা ছানাউল্লা আনছারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত এ স্কুলের ৮ম শ্রেণিতে অধ্যয়নকালেই তার বিয়ে নিয়ে পরিবারে তোড়জোড় বাধে।

স্কুলের ম্যানেজিং কমিটি এবং আমার প্রত্যক্ষ হস্তক্ষেপে সে যাত্রা বিয়ে আটকানো গেলেও মাধ্যমিক পরীক্ষার আগেই রত্নার বিয়ে হয়ে যায়। তার শিক্ষাজীবনের সমাপ্তি সেখানেই। রত্না সত্যিকার অর্থেই মেধাবী শিক্ষার্থী ছিল। স্বপ্ন দেখতো চিকিৎসক হওয়ার, মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করার। কিন্তু বাল্যবিবাহের করাল গ্রাস তার জীবনকে ওই মাধ্যমিকেই থমকে দিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন