কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ৯ লাখ টাকা

দেশ রূপান্তর ড. এম এ মোমেন প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ১০:২৭

১৯২২ সালের বাংলা সরকারের বাজেট আলোচনা চলছে। ২৩ মার্চের আলোচনার কেন্দ্রবিন্দুতে নবসৃষ্ট এবং ৮ মাস ২৩ দিন বয়সী ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটে শিক্ষা খাতে পৃথকভাবে ৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবের বিপক্ষেই আলোচনা বেশি, যুক্তিও বেশি।


সে সময় বাংলার গভর্নর জন লুমলে ডুনডাস, তিনি আর্ল অব রোনাল্ডশে। গভর্নরের কাউন্সিলের চারজন সদস্য : স্যার হেনরি হুইলার (নিয়োগ, রাজনৈতিক, পুলিশ, চার্চ ও ইউরোপিয়ান শিক্ষা); স্যার বিজয় চান্দ মাহতাব (ভূমি রাজস্ব, ভূমি অধিগ্রহণ বন, সেচ, তফসিলবহির্ভূত এলাকা); স্যার আবদ-উর-রহিম (বিচার, কারাগার, বহির্গমন, অভিবাসন, সীমানা নির্ধারণ); জন হার্বার্ট কার (অর্থ, পৃথক রাজস্ব, বাণিজ্য ও সংরক্ষিত শিল্প, নৌ)। মন্ত্রী ছিলেন তিনজন : স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি (স্থানীয় স্বশাসিত সরকার ও জনস্বাস্থ্য); প্রভাস চন্দ্র মিত্র (শিক্ষা); নওয়াব সাইয়িদ নবাব আলী চৌধুরী (কৃষি ও গণপূর্ত)। তখন বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের প্রেসিডেন্ট (কার্যত স্পিকার) ছিলেন নওয়াব স্যার সৈয়দ শামস-উল-হুদা এবং ডেপুটি প্রেসিডেন্ট সুরেন্দ্রনাথ রায়। আর কাউন্সিলের সেক্রেটারি ছিলেন আইসিএস কর্মকর্তা সি টিনডাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও