এখলাস, ডিপজলের নৌকার আশা এবং বিএনপির দূরাবস্থা
আজকাল খবরের জন্য পত্রিকা দেখা বা অনলাইন পোর্টাল খোলার আগেই সোশ্যাল মিডিয়ার নিউজফিডে তা চলে আসে। কাল ফেইসবুক স্ক্রল করতে গিয়ে একটা খবর দেখে হাসি আসলো। শিরোনাম- ‘এখলাসকে মনোনয়ন ফরম দেয়নি আওয়ামী লীগ, তা দেখে ফরমই চাননি ডিপজল’। রাজনীতির কতটা দৈন্য দশা হলে, রাজনীতির ‘নীতি’ কতটা নির্বাসনে গেলে এই দৃশ্যের অবতারণা হয়- ভাবা যায়!
দীর্ঘদিন একদল করেছেন, সে দল থেকে নির্বাচনও করেছেন কিন্তু নমিনেশন তুলতে গেছেন প্রতিদ্বন্দ্বী দলের! কিছুটা ধন্যবাদ অন্তত এই ঘটনায় আওয়ামী লীগ পেতেই পারে। দলছুট, হাইব্রিড, পিপলুরা পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে গেলেও, এই দুই বিএনপি নেতাকে আওয়ামী লীগ ফরমই তুলতে দেয়নি। পরীক্ষায় অটোপাশের আগে পরীক্ষায় বসারই সুযোগ পায়নি তারা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে