যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম বিদেশ সফর হিসাবে বুধবার ইউরোপ যাচ্ছি। এটি এমন একটা সফর, যেখানে আমাদের ঘনিষ্ঠ বেশ কয়েকটি গণতান্ত্রিক মিত্র দেশের সঙ্গে আমার বৈঠক রয়েছে। বৈঠক রয়েছে জি-৭ভুক্ত দেশ, আমাদের মিত্র ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আমার এই বৈঠক শেষ হবে। এমন একটা অনিশ্চয়তার মুহূর্তে বিশ্ব যখন একটা মহামারির সঙ্গে লড়ছে, তখন আমাদের মিত্র ও অংশীদের সঙ্গে নতুন করে বোঝাপড়া ও তাদের প্রতি আমেরিকার নতুন প্রতিশ্রুতির উপলব্ধি এবং সেই সঙ্গে নতুন যুগের হুমকি ও চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে গণতান্ত্রিক দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি করাই আমার এই সফরের মূল লক্ষ্য।
- ট্যাগ:
- মতামত
- গণতন্ত্র
- রাষ্ট্রীয় সফর