![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/05/29/2318131_kalerkantho-2021-29-pic-5.jpg)
বাজেটের চ্যালেঞ্জ এবং উত্তরণে করণীয়
স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নের যে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, তার ওপর করোনাভাইরাস মহামারি এক বড় আঘাত। আমাদের অর্থনীতিকে এমনিতেই নানা বাধাবিপত্তি মোকাবেলা করে অগ্রসর হতে হয়। মহামারি এসে সেই প্রতিবন্ধকতাগুলোকে তীব্রতর করেছে। এখন আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা দরকার। আবার আমাদের অনেক সম্ভাবনাও রয়েছে। সেগুলোও কাজে লাগাতে হবে।