কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


স্মরণে শ্রদ্ধায় হাসান শাহরিয়ার

দেশের খ্যাতিমান ও কীর্তিমান সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাবেক বিশেষ সংবাদদাতা হাসান শাহরিয়ার করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন। ঢাকায় যেমন সবাই তাকে এক নামে চিনত ইত্তেফাকের হাসান শাহরিয়ার হিসেবে, পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানে বিশেষ করে করাচিতে তেমনই তাকে সবাই এক নামে চিনত ‘ডন’ এর হাসান শাহরিয়ার হিসেবে। আসলে তার সাংবাদিকতা জীবনের সূচনাপর্বে একটা বড় অংশজুড়ে আছে পশ্চিম পাকিস্তান।

প্রথমে ছিলেন ‘ডেমোক্র্যাট’ পত্রিকায় (১৯৬৪); তারপর মর্নিং নিউজে। তারও পরে টানা কয়েক বছরের জন্য দৈনিক ডন (উঅডঘ) পত্রিকায়। সে সময় তিনি ডনের সহযোগী পত্রিকা ‘ইভনিং স্টার’ এবং করাচির আরেক বিখ্যাত ম্যাগাজিনে ‘দ্য ইলাকট্র্রেটেড উইকলি অব পাকিস্তান’ এবং একই সাথে ‘হেরাল্ড’ ম্যাগাজিনে লিখতেন। তার লেখার কথা আমি প্রথম শুনি ড: মীজানুর রহমান শেলীর কাছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন