সোজা মেরুদন্ডের কবি

দেশ রূপান্তর সৌমিত্র দস্তিদার প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ১২:৪৫

আপাত খটখটে লেখা লিখি বলেই বোধহয় একধরনের হীনমন্যতা থেকে কবিদের একটু এড়িয়ে যাই। অনেক কবি বন্ধুদেরও দেখেছি মাঝেমধ্যে দেখা হলেই এমন ভাব করেন যে, তুমি আবার এখানে কেন বাপু! এসব বোঝার কম্ম তোমার নয়।


ঘটনাচক্রে একবার শঙ্খ ঘোষের বাড়ি যাওয়ার সুযোগ হয়েছিল। গুজরাত গণহত্যা নিয়ে ডকুমেন্টারি করার পরেও দু-একবার খোঁজ করেছিলেন। আমার এক বন্ধু ছিল শঙ্খ ঘোষের খুবই ঘনিষ্ঠ। তো সে কিছুতেই ছাড়বে না। আমাকে নিয়ে শঙ্ঘ ঘোষের বাড়ি যাবেই। শঙ্খদা আমার সঙ্গে আলাপ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও