
পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ছাড় হওয়ার খবরটি যেমন আনন্দের, তেমনি সেই টাকা তালিকা অনুযায়ী সব শিক্ষার্থীর কাছে না পৌঁছানো খুবই উদ্বেগজনক। ৪৩ জন শিক্ষার্থীর অভিভাবক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন, উপবৃত্তির প্রথম কিস্তির টাকা প্রতারকেরা তুলে নিয়েছে।