মামলা শব্দটি শুনলে কমবেশি সবারই গা শিউরে ওঠে। কারণ মামলার ফাঁদে পড়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। সমাজ ও রাষ্ট্রে যদি আইনের শাসন বিরাজ করত, তাহলে মামলা নিয়ে মানুষের এত ভয় থাকত না। পৃথিবীর সব দেশেই কমবেশি মামলা মোকদ্দমা আছে। কিন্তু ভুয়া, গায়েবি কিংবা ভুল তদন্তে নির্দোষ মানুষের সাজা খাটার ঘটনা কম। কারণ ওইসব দেশে রাজনীতি আছে। কিন্তু প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি আমাদের দেশের মতো এত প্রকট নয়। কেউ অপরাধ করলে শাস্তি পাবে। অপরাধ প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। এটাই আইনের আসল কথা। কিন্তু আমরা দেখছি ঠিক তার উল্টোটা। অপরাধ না করেও কেউ কেউ অপরাধী হয়ে যাচ্ছে। কেউবা ভুল তদন্তের ফলে সাজা খাটছে। অথচ এমনটি হওয়ার কথা ছিল না। ভুল তদন্তে সাজা পাওয়া মানুষগুলোর জীবনের যন্ত্রণা কত নির্মম কত বেদনাদায়ক তা ভুক্তভোগী পরিবার ছাড়া অন্য কেউ অনুধাবন করতে পারে না। অথচ আইনের উক্তি হচ্ছে, দশজন দোষী ব্যক্তি মুক্তি পেলেও একজন নির্দোষ ব্যক্তি কোনো ক্রমেই যেন শাস্তি না পায়।
You have reached your daily news limit
Please log in to continue
নির্দোষ ব্যক্তির সাজা কেন?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন