বাণিজ্য প্রসারে কানেক্টিভিটি
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য বলা হয়ে থাকে যে বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভর করা অনেক ভালো। বাংলাদেশ এই পথে অনেক দূর এগিয়েছে এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণেও সচেষ্ট রয়েছে। তবে রপ্তানি-বৈচিত্র্য বৃদ্ধি না পাওয়া এবং ব্যবসা সহজীকরণের অভাব, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি না পাওয়ার মতো কিছু বাধা আমাদের বাণিজ্যিক সম্ভাবনা বরাবরই আটকে রেখেছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক কানেক্টিভিটি বা সংযুক্তি এক দিকে আমাদের বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ ঘটাবে, আরেক দিক থেকে বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন বাধা দূর করতেও সহায়ক ভূমিকা রাখবে। ইদানীং আমরা দেখছি যে কানেক্টিভিটির ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকেও এ বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছে। এই কানেক্টিভিটির অর্থ হচ্ছে সড়ক, রেল, নৌ ও আকাশপথের অর্থনৈতিক সংযুক্তি। এ জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রস্তুতির বিষয় রয়েছে।