এনসিপির জন্য কিছু পরামর্শ

www.ajkerpatrika.com জাহীদ রেজা নূর প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১২:৫৭

দুটো ঘটনা ঘটল পরপর। গোপালগঞ্জ আর চকরিয়ায়। প্রথম ঘটনায় দুঃখজনকভাবে ঝরে পড়েছে পাঁচটি প্রাণ। এই প্রাণহানি এড়ানো যেত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্বিতীয় ঘটনাটিতে দেখা যাচ্ছে, কক্সবাজারে এনসিপির একজন নেতার বক্তৃতার সূত্র ধরে বিএনপি মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে চকরিয়ায় পথসভা করতে পারেননি এনসিপির নেতারা। ট্রাকের ওপর তৈরি করা তাদের মঞ্চে ভাঙচুর চালানো হয়েছে।


এনসিপিকে এখন কেন পুলিশ আর সেনাবাহিনীর ছত্রচ্ছায়ায় চলাফেরা করতে হচ্ছে, তা নিয়েও জনমনে রয়েছে প্রশ্ন। অনেকেই দলটিকে কিংস পার্টি হিসেবে দেখছেন। যেভাবে দলটি সরকারি বাহিনীগুলোর সহযোগিতা পাচ্ছে, তাতে মনে হওয়া স্বাভাবিক, অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষণা না পেলে এই দল এ রকম স্বচ্ছন্দে বেড়ে উঠতে পারত না। বিভিন্ন ঘটনা দেখে এখন মনে হচ্ছে, জামায়াতে ইসলামীসহ ইসলামি দলগুলোর সঙ্গে বোঝাপড়া করেই দলটি তাদের অবস্থান পরিষ্কার করবে। এ ক্ষেত্রে মাঠে আওয়ামী লীগ না থাকায় বিএনপির সঙ্গেই হবে তাদের মূল প্রতিযোগিতা।


প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ছাত্ররাই তাঁর নিয়োগকর্তা। সেই ছাত্রদেরই একটি অংশ রয়েছে তাঁর সরকারে, আরেকটি অংশ গড়েছে একটি রাজনৈতিক দল। সেই হিসাবে এনসিপির পেছনে এই সরকারের আশীর্বাদ রয়েছে, সে কথা বললে ভুল বলা হবে না। বিভিন্ন সময়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে যেভাবে এনসিপি আন্দোলন করেছে এবং তাদের দাবিদাওয়া যেভাবে মিটিয়ে দেওয়া হয়েছে, তাতে অনেকেই মনে করছেন, সরকার যে কাজটি করতে চাইছে অথচ সরাসরি করতে পারছে না, সেই কাজ এনসিপিকে দিয়ে করিয়ে নিচ্ছে।


গোপালগঞ্জের সহিংসতার জন্য সরকারি তরফ থেকে যে কথা বলা হয়েছে, তাতে এনসিপির সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার কথা বলা হলেও সেই ঘটনার কারণে ঘটে যাওয়া সহিংসতায় নিহত জনসাধারণের প্রতি কোনো ধরনের সমবেদনার প্রকাশ ঘটেনি। এটাকেও এনসিপির প্রতি সরকারি মহলের দুর্বলতার কারণ হিসেবে দেখা যায়। সরকারি ভাষ্যে প্রাণহানির কোনো ব্যাখ্যা না থাকায় নানা ধরনের গুঞ্জনের জন্ম হয়েছে।



২. এনসিপিকে সরাসরি কিংস পার্টি হয়তো বলা যাবে না, কিন্তু সামগ্রিকভাবে এনসিপির প্রতি সরকারের একধরনের দুর্বলতা আছে, সেটা বুঝতে অসুবিধা হয় না। আমাদের দেশে গড়ে ওঠা কিংস পার্টিগুলো নিয়ে খানিকটা আলোচনা করা হলে বাস্তব অবস্থা বোঝা সহজ হবে।


আমাদের দেশে কিংস পার্টি গড়ে ওঠার ইতিহাস আজকের নয়। জিয়াউর রহমানই প্রথম কিংস পার্টি গঠন করেছিলেন। বর্তমানে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি গড়ে উঠেছিল শাসক জিয়াউর রহমানের ছত্রচ্ছায়ায়। তাঁর দলে চরম বাম, চরম ডান, মধ্যপন্থী—সব ধরনের রাজনীতিবিদের সমাবেশ ঘটেছিল। পাকিস্তানের তাঁবেদার শাহ আজিজুর রহমান যেমন ছিলেন তাঁর দলে, তেমনি জাফর ইমামের মতো স্বাধীনতাযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাও ছিলেন। বর্তমানে বিএনপি সফল একটি রাজনৈতিক দল। এরপর সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে গড়ে ওঠে জাতীয় পার্টি। এই দলেও মুক্তিযোদ্ধা-রাজাকারের মিলন ঘটেছিল। মাওলানা মান্নানের মতো স্বীকৃত পাকিস্তানি দালাল যেমন ছিলেন এই দলে, তেমনি মীর শওকত আলীর মতো বীর উত্তম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাও ছিলেন। এ দুটি পার্টি এখনো রাজনীতিতে সক্রিয়।


এ ছাড়া যেসব কিংস পার্টি গড়ে উঠেছিল বিভিন্ন সময়ে, সেগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। যেমন পিডিবি, বাংলাদেশ কল্যাণ পার্টি, এনপিপি ইত্যাদি দল গড়ে উঠেছিল ২০০৭-০৮ সালের নির্বাচনী ডামাডোলের মধ্যে। সে সময়ও আওয়ামী লীগ ও বিএনপি ব্যর্থ রাজনৈতিক দল বলে প্রচারণা চালিয়েছিল পিডিপি বা প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি। সে সময় তৃতীয় শক্তি হিসেবে নতুন একটি দল গড়ে তোলার চেষ্টা হিসেবে এই প্রবণতাকে দেখতে হবে। আজকের এনসিপিও আওয়ামী লীগ আর বিএনপিকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে।


এরপর বিগত আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন নির্বাচনের আগে বিএনএফ, তৃণমূল বিএনপি, বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি নামের স্বল্পায়ু কিংস পার্টিগুলোর কথাও মনে করা যায়।
তাহলে দেখা যাচ্ছে, কিংস পার্টির ভাগ্য সব সময় এক রকম নয়। কোনো কোনো কিংস পার্টি পরবর্তীকালে জনগণের সমর্থন পেয়েছে এবং এখন পর্যন্ত টিকে আছে। অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতায় জন্ম নেওয়া কিছু কিছু কিংস পার্টি জন্মের কিছুদিনের মধ্যেই অস্তিত্বের সংকটে পড়েছে এবং একসময় অস্তিত্বহীন হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও