মশা দমনের সব প্রচেষ্টা যেন ব্যর্থ। সিটি করপোরেশনগুলোর উদ্যোগ ও আয়োজন থাকলেও সফলতা আসেনি। তাই ভোগান্তি ক্রমশ বেড়েই চলছে। করোনার মধ্যেও এডিস মশা যথারীতি ডেঙ্গু ছড়িয়েছে। শীতকালে সাধারণত মশার বিস্তার কম হওয়ার কথা; অথচ এ বছর শীতকালেও মশার প্রাদুর্ভাব ছিল উল্লেখ করার মতো, যা এখনো চলমান। অথচ প্রতিবছর মশা দমনের নামে কোটি কোটি টাকা খরচ ঠিকই হচ্ছে। বাসাবাড়িতে ব্যবহৃত মশার কয়েল, অ্যারোসল/স্প্রে কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এত কিছু করার পরও কেন মশা মরছে না, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.