মশা দমনের সব চেষ্টা কেন ব্যর্থ?

সারাক্ষণ মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১২:৫৫

মশা দমনের সব প্রচেষ্টা যেন ব্যর্থ। সিটি করপোরেশনগুলোর উদ্যোগ ও আয়োজন থাকলেও সফলতা আসেনি। তাই ভোগান্তি ক্রমশ বেড়েই চলছে। করোনার মধ্যেও এডিস মশা যথারীতি ডেঙ্গু ছড়িয়েছে। শীতকালে সাধারণত মশার বিস্তার কম হওয়ার কথা; অথচ এ বছর শীতকালেও মশার প্রাদুর্ভাব ছিল উল্লেখ করার মতো, যা এখনো চলমান। অথচ প্রতিবছর মশা দমনের নামে কোটি কোটি টাকা খরচ ঠিকই হচ্ছে। বাসাবাড়িতে ব্যবহৃত মশার কয়েল, অ্যারোসল/স্প্রে কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এত কিছু করার পরও কেন মশা মরছে না, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও